Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু হয়, যা চলে বেলা ৩টা পর্যন্ত।

এ সময় বক্তব্য দেন কালাই উপজেলা শাখা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোমেন, সহ-সভাপতি রেজওয়ান নবী, সাধারণ সম্পাদক মাহবুর আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা সুলতানা, কার্যকরী সদস্য আতিয়ারা খাতুন ও বিলকিস বানু, স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা ও দিলরুবা খানমসহ আরও অনেকে।

বক্তারা জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন। কিন্তু চাকরি জাতীয়করণ, পদমর্যাদা উন্নয়ন ও বেতন কাঠামো সংস্কারের মতো দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলোর কোনো বাস্তবায়ন হয়নি।

তাঁরা আরও জানান, গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। পরদিন (২৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। তবু কেন্দ্রীয় ছয় দফা দাবির বিষয়ে এখনো কোনো আশ্বস্তকারী পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত আমাদের দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য হব।”

প্রসঙ্গত, কর্মবিরতির ফলে উপজেলা পর্যায়ের সব ধরনের নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।