জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাড়ার খাল উন্মুক্ত রাখার দাবিতে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে মাদারবাড়িয়া গ্রামে স্থানীয় শত শত নারী-পুরুষ ও যুবকের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন—আবু মুছা, বাবু মোল্যা, মহিউদ্দীন গাজীসহ আরও অনেকে। বক্তারা জানান, প্রায় ২১.৩৫ একর জমি নিয়ে গঠিত এই প্রবাহমান দাড়ার খালটি মাদারবাড়িয়া, আইতলা, মহাজনপুর ও গুনাকরকাটি গ্রামের প্রায় ৪০-৫০ হাজার বিঘা দুই ফসলি জমির একমাত্র পানি নিষ্কাশনের পথ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় খালটি ইজারা নিয়ে মৎস্য ব্যবসায়ীরা খালে অবৈধ বাঁধ ও ‘নেট-পাটা’ বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে আসছেন। এতে কৃষকদের জমিতে সময়মতো চাষাবাদ সম্ভব হচ্ছে না। গত বছর খালে পানি জমে থাকায় এলাকার অধিকাংশ কৃষক ধান চাষ করতে পারেননি।
তাঁরা জানান, বিষয়টি নিয়ে সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনও বরাবর একাধিকবার অভিযোগ জানানো হয়। জেলা প্রশাসকের অনুমতিক্রমে স্থানীয় জনগণ খালের বাঁধ ও নেটপাটা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। কিন্তু সময়মতো পানি নামতে না পারায় গত মৌসুমে চাষাবাদে কাঙ্ক্ষিত ফল আসেনি।
চলতি মৌসুমে কৃষকরা স্ব উদ্যোগে জমিতে ধান চাষ করেছেন এবং এখন মাঠজুড়ে সবুজ ধানের শোভা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এমন সময় আবারও খাল ইজারা নিয়ে পুনরায় নেট-পাটা বসিয়ে চাষাবাদে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, কচুয়া মৎস্যজীবী সমিতির সভাপতি ইয়াছিন আলীর নেতৃত্বে মঞ্জুরুল ইসলাম, কামরুল ইসলাম ও ইউপি সদস্য লুৎফর রহমান কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করেছেন (সিআর ৪৯৩/২৫, আমলী আদালত, সাতক্ষীরা)। আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে দিলেও অভিযুক্তরা হুমকি-ধমকি অব্যাহত রেখেছে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন,
তারা আরও বলেন, দাড়ার খাল শুধু কৃষকের জীবিকার উৎস নয়, বরং এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনেরও প্রধান মাধ্যম। খালটি বন্ধ থাকলে হাজার হাজার বিঘা জমি অনাবাদি থেকে যাবে এবং ঘরবাড়ি প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.