পঞ্চগড় জেলা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পঞ্চগড়ের ৭৪ জন কৃতী শিক্ষার্থী এবং ৪৮তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ৮ জন মেডিকেল অফিসারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে “পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার” ও “পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ”-এর যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বুয়েটের মুনাওয়াত, হাবিপ্রবির আমিনা আশরাফী এবং ঢাবির শতাব্দী রায়। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাদেকা সুলতানা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনা হেনা মন ও মাফরুহা বেনিস।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এই সংবর্ধনা আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে যাতে শিক্ষার্থীদের উৎসাহিত করা যায় এবং তারা দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.