Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রবীণ নেতা মোতালেব আকনের ইচ্ছাপূরণে ভার্চুয়াল সাক্ষাৎ করলেন তারেক রহমান

পিরোজপুর প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের বহুদিনের ইচ্ছা পূরণ করলেন। আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোতালেব আকনের সঙ্গে সরাসরি কথা বলেন।

প্রবীণ এই নেতার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল বিএনপি নেতার সঙ্গে সাক্ষাৎ করার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করে তার ইচ্ছা পূরণ করতে।

এরই ধারাবাহিকতায় আজকের এই ভার্চুয়াল সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিবসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নেতারা জানান, “এটি কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।” তারা আরও বলেন, “এই উদ্যোগ বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এটি দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

স্থানীয় নেতারা এই সাক্ষাৎকে আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।