বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে “সহযোগিতাপূর্ণ পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্নির্ধারণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি( ৬ অক্টোবর) সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান।
তিনি বলেন “একজন আদর্শ শিক্ষক শুধু জ্ঞান প্রদান করেন না, বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি গঠনে অনন্য ভূমিকা পালন করেন। শিক্ষকতাকে আরও সহযোগিতাপূর্ণ ও মর্যাদাসম্পন্ন পেশায় রূপান্তর করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে এমপি পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যাক্তি মো মতিউর রহমান।
তিনি বলেন "এই দেশের মানুষ শান্তি, ন্যায় ও উন্নয়ন চায় আমি জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চাই। শিক্ষা, সুশাসন ও নৈতিক রাজনীতির মাধ্যমে দিনাজপুর-১ আসনকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।" “সমাজ পরিবর্তনে শিক্ষকরা হচ্ছে অগ্রপথিক। তাই তাদের সম্মান ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সবাইকে সচেতন হতে হবে।” বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সভাপতি জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজ সেবক জনাব মো রাশেদুন নবী বাবু।
তিনি বলেন "জনগণের আস্থা, ভালোবাসা ও অংশগ্রহণই আমার শক্তি। বীরগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক শহরে রূপান্তর করাই আমার অঙ্গীকার।" সেই সাথে শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষকরা জাতির বাতিঘর, একজন আদর্শ শিক্ষকই পারে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে। আমাদের সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আমি বিশ্বাস করি, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা না করে কোনো জাতিই উন্নত হতে পারে না। মেয়র নির্বাচিত হলে শিক্ষকদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও অংশীদারিত্বমূলক পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমান। তিনি বলেন আমরা একটি আদর্শ সমাজ গঠনে কাজ করছি যেখানে ইনসাফ থাকবে, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং ইসলামি মূল্যবোধে দেশ পরিচালিত হবে। জাতিকে পরিবর্তনের জন্য দরকার যোগ্য নেতৃত্ব, নৈতিক চরিত্র ও ত্যাগের মানসিকতা। জামায়াত সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উপজেলা সেক্রেটারি জনাব মঞ্জুরুল ইসলাম উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কে এম দেলোয়ার হোসেন। বীরগঞ্জ পৌরসভার সাবেক আমির সাবেক ছাত্রনেতা মো গোলাম নুর। বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো:হাবিবুর রহমান। বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাওলানা মো ওয়ালিউর রহমান। বীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মো লিটন প্রামাণিক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ লুৎফর রহমান। তিনি বলেন“বীরগঞ্জের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক মো ডাবলু রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.