Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী রিপন’ গ্রেফতার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাসী রিপন ওরফে ‘কনডম রিপন’ (৩৫)–কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ মোট ১১টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৬ অক্টোবর) রাতে দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় একটি বাড়িতে অবস্থান করছিল রিপন। গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, কনডম রিপন ওই বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন হাতে থাকা ৫ রাউন্ড গুলি ভর্তি একটি ৯ এমএম পিস্তল ড্রেনে ফেলে পালানোর চেষ্টা করে। তবে দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারের সময় রিপনের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি একটি পিস্তল ও গুলি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, রিপনের বিরুদ্ধে দিঘলিয়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্র ব্যবহার এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে গ্রেফতারের চেষ্টা করছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।