মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থানার , বেজপাড়া গ্রামের বজলুল করিমের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি করতে আসে ডাকাত দলের ৮ সদস্য মাদকদ্রব্যের অভিযানের কথা বলে বাড়িতে প্রবেশ করে।
বাড়ির মালিকদের জিম্মি করে ঘরের আলমারি ও শোকেজের ড্রয়ার ভেঙে ১৫/২০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে বাড়িতে থাকা জসনা নামের এক নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাত সদস্যদের আটকানোর চেষ্টা করে। এবং গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা অবস্থায় তিন সদস্যকে আটক করে গ্রামবাসী পুলিশ ও সেনাবাহিনী হস্তান্তর করে।এব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান গ্রামবাসী তিন ডাকাতকে ধরে পুলিশের কাছে সপর্দা করেছে নিয়মিত মামলা দিয়ে তাদেরকে ঘটে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।