দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আদালতে মামলা দায়ের পর দীর্ঘ দেড় বছরের আইন লড়াই শেষে চেয়ারম্যান পদ ফিওে পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্না। সোমবার দুপুরে কুষ্টিয়া সদর আদালতের সিনিয়র সহকারী জজ নিশীত রঞ্জন বিশ্বাস চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্নাকে চেয়ারম্যান ঘোষনা করে রায় দেন।
এর আগে ২০২৪ সালের ৮ এপ্রিল নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফারুম আলম পান্না। ওই মামলায় বিাবদী করা হয় ৪ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৫ জনকে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ মার্চ দৌলতপুরের ৯নং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১নং বিবাদী আব্দুল মান্নান বিশ্বাস ঘোড়া প্রতিক মার্কা নিয়ে এবং অপর ৩ প্রার্থী আব্দুল মজিদ (টেবিল ফ্যান প্রতীক) নিয়ে, জামিরুল ইসলাম (আনারস প্রতীক) এবং মেহেদী হাসান (চশমা প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। নির্বাচনে ভোট গননা শেষে দরখাস্তকারী মোট ৯টি কেন্দ্রের মধ্যে ৫ টি কেন্দ্রে সর্বাধিক ভোট প্রাপ্ত হয়ে ১৮৬ ভোটে বিজয়ী থাকেন। ১নং বিবাদী হেরে যাচ্ছেন বুঝতে পেরে অন্য বিবাদীদের সাথে পরস্পর যোগসাজসে, ফারুক আলম পান্নাকে পরাজিত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়।
সকল ওয়ার্ডের ভোট গণনা শেষে ১নং বিবাদী আব্দুল মান্নান বিশ্বাস ঘোড়া প্রতিক মার্কা নিয়ে ৬১২৩ ভোট পান। ফারুম আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে ওই একই সমপরিমান ৬১২৩ভোট পান। লটারী কালে ইউনিয়ন নির্বাচন বিধিমালা ২০১০ এর সংশোধনী ২০২৩ বিধি ৪১ এর ৬ উপ বিধি অনুযায়ী ২নং বিবাদী প্রতিদ্বন্দী প্রার্থীগন এবং তাদের নির্বাচনী এজেন্টগনের সামনে লটারী করেন নাই এবং তাদের নির্বাচনী এজেন্টদের স্বাক্ষর গ্রহন করেন নাই বলে এজাহার অভিযোগ করেন। যা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে আইনত বেআইনী।
ভোট পূন গণনার জন্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্না নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহিত করলেও তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেন নি বলে অভিযোগ। মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত ওই ইউনিয়নের সকল ওয়ার্ডের ভোট পূন গণনা করলে দেখা যায় ওই নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস ঘোড়া প্রতিক মার্কা নিয়ে পেয়েছেন ৫৮৯৮ভোট। অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬১১২ ভোট। নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাসের চেয়ে তিনি ২১৪ ভোট বেশি পেয়েছেন।
আদালত সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষন করে কুষ্টিয়া সদর আদালতের সিনিয়র সহকারী জজ নিশীত রঞ্জন বিশ্বাস মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও মামলার বাদী ফারুক আলম পান্নাকে চেয়ারম্যান ঘোষনা করে গেজেট প্রকাশের আদেশ দেন।
এবিষয়ে মামলার বাদী ফারুক আলম পান্না বলেন, আমি আদালতে ন্যায় বিচার পেয়ছি। দ্রæত সময়ে গেজেট প্রকাশের দাবি এই চেয়ারম্যান প্রার্থীর।
ফারুক আলম পান্নার আইনজীবী জানিয়েছেন, আদালতে ভোট গণনা করে আব্দুল মান্নান বিশ্বাসের চেয়ে ফারুক আলম পান্না ২১৪ ভোট বেশি পান। পরে আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেছেন।