Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কৃষকদল নেতার ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখের (৩৭) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (৬ অক্টোবর) রাত ৭টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ফরিদ শেখ ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৈঠাখালী মহল্লার বাসিন্দা এবং মো. মান্নান শেখের ছেলে।

ফরিদের স্ত্রী জুঁই বেগম জানান, ফরিদ একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে ধুলদী বাজার এলাকায় পৌঁছালে মহানগর কৃষকদলের সহ-ক্রীড়া সম্পাদক ফিরোজ শেখ ও তার কয়েকজন সহযোগী তার গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করা হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গণেশ কুমার আগরওয়ালা বলেন, “আহত ফরিদের মাথায় ছয়টি সেলাই পড়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, এই হামলার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিদ্বেষ কাজ করেছে। এর কয়েকদিন আগে ফরিদ শেখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে মহানগর কৃষকদলের সহ-ক্রীড়া সম্পাদক ফিরোজ শেখের রাজনৈতিক পরিচয় ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। স্ট্যাটাসে ফরিদ শেখ দাবি করেন, ফিরোজ শেখের বাবা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা হওয়া সত্ত্বেও ফিরোজ কিভাবে বিএনপির অঙ্গ সংগঠনে গুরুত্বপূর্ণ পদে আসীন হন—তা নিয়ে দলীয় নেতৃত্বের কাছে ব্যাখ্যা চান।

হামলার বিষয়ে মহানগর কৃষকদলের সভাপতি মো. মামুন অর রশিদ বলেন, “স্থানীয় বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। ফিরোজ আমাদের সহ-ক্রীড়া সম্পাদক। তবে আমি নিশ্চিত নই তার বাবা আওয়ামী লীগ নেতা কি না। বাবা আওয়ামী লীগ করলেই ছেলে বিএনপি করতে পারবে না—এমন কোনো বাধা নেই।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “ধুলদী এলাকায় মারামারির ঘটনায় একজন আহত হয়েছেন—এমন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা না হলেও এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।