জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময়, কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং অগ্রগতি পর্যবেক্ষণ সহজতর করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে আশাশুনি সরকারি কলেজে এই সভার আয়োজন করা হয়।
হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ প্রকল্পের আওতায় ‘উত্তরণ’ এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ফয়সল মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জি এম মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, আমির হোসেন বাদশা, জাকারিয়া, খালিদ হোসেন, মিথুন অধিকারী, জাহিদুল ইসলাম, মর্জিনা ইসলাম, সালেহা পারভিন, ডা. নূরুল ইসলাম, হযরত আলী, রেদওয়ান, সুভাষ চন্দ্র মন্ডল, আ. রাজ্জাক, আজমল হোসেন, বিধান চন্দ্র ও উজ্জল মন্ডল প্রমুখ।
সভায় আশাশুনি উপজেলার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী ১৫ অক্টোবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.