বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা আক্তার লাইজু।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিষা আফরিন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা। উদ্বোধন শেষে মেলার ১৬ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।
কৃষিতে প্রযুক্তির ব্যবহার জোড়দার করা, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা, কৃষি প্রযুক্তির পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদন করা, অর্থকরী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষি অর্থনীতির চাকা সচল রাখা, পরিবেশ বান্ধব ফসল চাষের লক্ষ্যে মেলাটি উদ্বোধন করা হয়। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার মেলাটি অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.