Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকসুর এজিএস নির্বাচিত মহিউদ্দীন খানকে হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার সংবর্ধনা

 জয়পুরহাট প্রতিনিধি 
অক্টোবর ৭, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

 জয়পুরহাট প্রতিনিধি 

দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন জয়পুরহাটের কৃতি সন্তান মহিউদ্দীন খান। এ গর্বিত অর্জনে তাঁর নিজ শিক্ষা প্রতিষ্ঠান হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা কর্তৃক এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাদ্রাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, এবং সঞ্চালনায় ছিলেন মুফতি সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, এবং জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, “মহিউদ্দীন খানের এই ঐতিহাসিক অর্জন কেবল তার একার সাফল্য নয়, এটি পুরো জয়পুরহাট জেলা ও হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার জন্য এক গর্বের বিষয়। তরুণ নেতৃত্বের মাঝে তার মতো উদ্যমী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ছাত্রনেতা দেশকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখতে পারে।”

বক্তারা আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম দিয়ে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতের নেতৃত্ব আরও দক্ষ ও দেশবান্ধব হয়।”

অনুষ্ঠানের শেষাংশে মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত ঢাকসু এজিএস মহিউদ্দীন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।