এসআই মল্লিক, ঝিনাইদহ
‘জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো’—এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রিজাউল করিম, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. উজ্জ্বল হোসেন এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ওলিয়ার রহমান।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, নির্বাহী সদস্য আসিফ ইকবাল মাখন ও রাজিব হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ যা প্রধানত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এই রোগ প্রতিরোধে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকা খুবই নিরাপদ ও কার্যকর। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার প্রায় পাঁচ লক্ষ শিশুকে (৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী) এই টিকা প্রদান করা হবে।
তিনি বলেন, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গুজব পরিহার করে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বক্তাগণ জানান, অনেক অভিভাবক এখনও শিশুদের রেজিস্ট্রেশন ও টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করছেন। অথচ ব্যক্তিগতভাবে এই টিকা নিতে গেলে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। শুধু তাই নয়, বিদেশ গমন বা কর্মসংস্থানের জন্য অনেক ক্ষেত্রেই এই টিকা থাকা বাধ্যতামূলক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং এ রোগে মৃত্যুবরণ করেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ। ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং মারা যান ৮ হাজার জন, যাদের মধ্যে ৬৮ শতাংশই শিশু।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝিনাইদহ জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.