জয়পুরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা ৪নং ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন শিকটা এ.জি. দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সানোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী রিপন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার, সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারী। তিনি বলেন, “জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের সমর্থনে নির্বাচিত হলে, আমি এই এলাকার উন্নয়নে কাজ করব। দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি প্রশাসনিক পরিবেশ গড়ে তোলা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষায় আমি সর্বোচ্চ ভূমিকা রাখব।”
তিনি আরও বলেন, “আমি চাকরি জীবনে শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার অফিস ছিল ঘুষ-দুর্নীতিমুক্ত। আমি যে গ্রামে যাচ্ছি, সেখানেই মানুষ সাড়া দিচ্ছে। বাজার এলাকায় গেলে হাজার হাজার মানুষ জড়ো হয়। এটাই প্রমাণ করে, মানুষ আমাকে ভালোবাসে ও বিশ্বাস করে। আমি এই আস্থা ও ভালোবাসার মূল্য দিতে চাই।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এ.এইচ.এম. ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলীম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান এলান।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.