Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু ১২ অক্টোবর: টিকা পাবে ৭ লাখ ৮৬ হাজারের বেশি শিশু

যশোর প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আগামী ১২ অক্টোবর থেকে যশোরে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫। জেলা জুড়ে চলমান এ কর্মসূচিতে ৭ লাখ ৮৬ হাজার ৭৮৯ জন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু বিনামূল্যে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকা পাবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ দিনব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে।

এ উপলক্ষে মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে কালেক্টরেট সনেট সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুজ সাদিক রাসেল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা।

কর্মশালায় জানানো হয়, দেশে প্রথমবারের মতো সরকারিভাবে এক মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিশুদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে।

ডেপুটি সিভিল সার্জন জানান, টাইফয়েড একটি প্রাণঘাতী রোগ। তাই প্রতিটি শিশুর সুরক্ষায় এ টিকা অত্যন্ত জরুরি। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই টিকা প্রদান করা হবে। যারা এখনো স্কুলে ভর্তি হয়নি, তাদের জন্য গ্রাম ও মহল্লাভিত্তিক নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, শিশুরা যেন টিকা নেওয়ার দিন সকালেই খাবার খেয়ে আসে। এই কর্মসূচিকে সফল করতে স্কুল, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।