যশোর প্রতিনিধি
যশোরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আপন তার মায়ের সঙ্গে নানাবাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে আসে। দুপুরে সে খালাতো ভাই মুজাহিদকে নিয়ে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একইদিন দুপুরে ইসলামপুর এলাকার দোগাছিয়া গ্রামে খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায় তাওহীদ হাসান (৫)। নিহতের নানা তরফ আলী জানান, দুপুরে পরিবারের অজান্তে তাওহীদ খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একদিনে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.