সাইফুল ইসলাম হিজলা (বরিশাল )প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার মূল মেঘনা নদীর আলীগঞ্জ অংশে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালাতে গেলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে কোস্টগার্ড হিজলা কন্টিনজেন্ট ও মৎস্য অধিদপ্তর হিজলার যৌথ অভিযানে স্থানীয় জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ও হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এসময় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হন।
অভিযানে অন্তত ৭ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দা, দেশীয় অস্ত্র ও অবৈধ জাল জব্দ করা হয়েছে।
হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “মেঘনায় মা ইলিশ সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অবৈধভাবে মাছ শিকারকারীরা হামলা চালালেও আমরা অভিযান বন্ধ করব না।”
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মা ইলিশ রক্ষায় নদীতে টহল ও অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.