আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটিকে ঘিরে দুই গ্রুপের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ও শুক্রবার (৬ সেপ্টেম্বর) পরপর দুটি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আগৈলঝাড়া প্রেসক্লাবে।
জানা গেছে, সম্প্রতি নিজামুল ইসলাম নিজামকে আহবায়ক ও শিক্ষক নুর আলম বেপারীকে সদস্য সচিব করে ৭২ সদস্যবিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৮ সেপ্টেম্বর অনুমোদন দেন জেলা উত্তর কৃষকদলের আহবায়ক মো. জামাল হোসেন ও সদস্য সচিব মো. সেলিম হোসেন।
তবে ঘোষিত কমিটির ৪নং যুগ্ম আহবায়ক হাসান কাজী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, “বন্ধ কক্ষে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব নুর আলম বেপারী বর্তমানে উজিরপুর থানাধীন বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরিরত, তিনি অতীতে কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি।”
তিনি আরও বলেন, “ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান মোল্লা কখনো দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না, আর ২৭নং যুগ্ম আহবায়ক মিরাজ হাসান আকাশ ১৫ বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। অর্থের বিনিময়ে এমন বিতর্কিত ব্যক্তিদের নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে।”
অন্যদিকে, ওই অভিযোগের প্রতিবাদে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আহবায়ক নিজামুল ইসলাম নিজাম ও সদস্য সচিব নুর আলম বেপারীসহ দুই শতাধিক নেতা-কর্মী।
লিখিত বক্তব্যে নুর আলম বেপারী দাবি করেন, “আমি ২০১৩ সালের ২৫ মার্চ বরিশাল টাউন হলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হই এবং ১৭ দিন কারাভোগ করি। দলীয় আদর্শ ও আন্দোলনের প্রতি সবসময় অঙ্গীকারবদ্ধ ছিলাম।”
তিনি আরও অভিযোগ করেন, “অভিযোগকারী হাসান কাজী আওয়ামী লীগের দোসর। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেমন ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর পারিবারিক সদস্যরাও আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টি করা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা উত্তর তাতী দলের সদস্য সচিব আক্তারুজ্জামান, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাসান মোল্লা, যুগ্ম আহবায়ক কাওছার হোসেন নান্নু, সুমন হোসেন মারামাত, শহিদুল ইসলাম, শিকদার আসরাফুল ইসলাম, শহিদ মৃধা, পান্নু হাওলাদার, হাফিজা খানম, মিজানুর রহমানসহ প্রমুখ।
দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আগৈলঝাড়া উপজেলা কৃষকদলের রাজনীতিতে এখন চরম বিভাজন সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাও বিরাজ করছে।