দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা (খ) সার্কেল। পরে গ্রেপ্তার ৩ মাদকসেবীকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে একজনকে ১ মাস এবং বাকি দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার জিল্লুর রহমান (৫০), পবা উপজেলার বড়গাছি গ্রামের শহিদুল ইসলাম (৩১) ও বেলাল হোসেন (৩২)।
অন্যদিকে, উপজেলার কুহাড় গ্রাম থেকে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।