Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা (খ) সার্কেল। পরে গ্রেপ্তার ৩ মাদকসেবীকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে একজনকে ১ মাস এবং বাকি দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার জিল্লুর রহমান (৫০), পবা উপজেলার বড়গাছি গ্রামের শহিদুল ইসলাম (৩১) ও বেলাল হোসেন (৩২)।

অন্যদিকে, উপজেলার কুহাড় গ্রাম থেকে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।