Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ঝিনাইদহে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর অবশেষে ধরা পড়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত শেখ লিয়া (৪২)। র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলার চরডাউটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত লিয়াকত শেখ রাজবাড়ী জেলা সদরের নিমতলা এলাকার রহমত শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধামরাইয়ে রাজু আহমেদ নামে ছদ্মনামে ভাড়া বাসায় অবস্থান করছিলেন বলে র‌্যাব জানায়।

 

র‌্যাবের পক্ষ থেকে সন্ধ্যায় ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প ইনচার্জ এএসপি মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, ২০১১ সালের ২৪ আগস্ট ঝিনাইদহের ডাকবাংলো পুলিশ ক্যাম্পে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি ছিলেন লিয়াকত শেখ।

 

ওই বছরের ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশে একটি পানি ভর্তি ডোবা থেকে এসআই মিরাজুল ইসলামের হাত-পা বাঁধা ও পোশাক পরিহিত মরদেহ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা তাঁর কাছে থাকা সরকারি অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করে বলে মামলার তদন্তে উঠে আসে।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালত মামলার রায়ে লিয়াকত শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

র‌্যাব জানায়, লিয়াকতের বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি অস্ত্র ও ডাকাতিসহ আরও ৬টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।