Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সুষ্ঠু করতে দক্ষতা ও দায়িত্ববোধের প্রয়োগ জরুরি– ডিআইজি রেজাউল হক

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে পুলিশ সদস্যদের দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল হক।

মঙ্গলবার (৭ অক্টোবর) খুলনায় তিন দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ” এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল হক বলেন, “জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করেছেন, যা মাঠপর্যায়ে তাদের কাজে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. হাতেম আলী, খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ ফোকাল পয়েন্ট কর্মকর্তা আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।