Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোর প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার ফতেপুরে দাদার লাঠির আঘাতে নাতনি নিহত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার পর এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহেরা আক্তার মিনতাহা (এক মাস), সে মিরাজুল হকের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনপাড়া গ্রামের শাহজাহান নামের এক ব্যক্তি প্রায়ই স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়তেন। মঙ্গলবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বাঁধে। এক পর্যায়ে শাহজাহান রাগের মাথায় লাঠি তুলে স্ত্রীকে আঘাত করতে যান। কিন্তু আঘাতটি গিয়ে লাগে পাশে থাকা তার ছেলের এক মাস বয়সী শিশু কন্যার মাথায়।

 

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ রাতেই অভিযুক্ত শাহজাহানকে আটক করে।

 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, শাহজাহান স্ত্রীকে মারার উদ্দেশ্যে লাঠি চালিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই আঘাতেই শিশুটির মৃত্যু হয়েছে।”

 

বর্তমানে শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।