Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত

যশোর প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নর্থ বেঙ্গল এলাকায় পাগলা কুকুরের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন—দোকানদার মতিয়ার রহমান, এয়ার আলী সরদার, ব্যবসায়ী রফিকুল ইসলাম, শহীদ মুজিবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রোহান খা এবং শুভ নামে আরও একজন।

 

স্থানীয় বাসিন্দা জাহিদ মোল্লা জানান, সন্ধ্যার পর হঠাৎ একটি পাগলা কুকুর রাস্তায় থাকা লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে পাঁচজনের হাতে, পায়ে ও পিঠে কামড়ে গুরুতর জখম হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

 

আহতদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুহানা আজমির উর্মি জানান, “সন্ধ্যার পর পাঁচজন কুকুরে কামড়ানো ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।