স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামের পুকুরের পানিতে পড়ে তাসলিমা খানম (১৪) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। মৃত দু’জন নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামের কৃষক আজিবার শেখের ছেলে-মেয়ে। তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণি ও কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকালে স্থানীয় একজন লোক তাসলিমা ও তার ভাই কাওসার কে পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যেতে দেখেন। দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।পরে স্থানীয়রা পুকর পাড়ে তাসলিমার ওড়না দেখে পুকুরেই খোঁজ করেন। ওই পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের বাবা আজিবার শেখ বুধবার সকালে বলেন, তার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানতো না, পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গিয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বুধবার (৮অক্টোবর) সকালে বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে।