দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
"স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম।
অনুষ্ঠানের বক্তারা কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা স্থানীয় সমাজ, প্রশাসন ও সংগঠনগুলোকে মেয়েদের সক্ষমতা বৃদ্ধি ও সমতা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার জোর আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল-আমীন, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোসাঃ নিপা বেগম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সাংবাদিক মোঃ শহিদ সরদার ও ছাত্র সমন্বয়ক সাজ্জাদ হোসেন দুর্জয়।
বক্তব্য ও দিকনির্দেশনার মাধ্যমে স্থানীয় স্তরে কন্যা শিক্ষার সুযোগ বৃদ্ধি সহ তাদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.