শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর (বরিশাল)
বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রামে গরু চোরদের ধাওয়া করতে গিয়ে চোরচক্রের পিকআপভ্যানের চাপায় সাগর মোল্লা (২৫) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত সাগর মোল্লা উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি ও সাকরাল গ্রামের জাহাঙ্গীর মোল্লার পুত্র।
ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকার সোনার বাংলা নামক স্থানে। আহতরা হলেন—কাওসার হাওলাদার ও নাইম হাওলাদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম মুন্ডপাশা গ্রামের আনিছ হাওলাদারের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ গরু চোরচক্র একটি গাভী চুরি করে পিকআপভ্যানে করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে।
সাগর মোল্লা, কাওসার ও নাইম হাওলাদার একটি মোটরসাইকেলে করে চোরদের পিকআপকে ধাওয়া করলে, পালিয়ে যাওয়ার সময় চোরচক্রের পিকআপভ্যানটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে ঘটনাস্থলেই সাগর মোল্লা নিহত হন এবং আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.