নাজিম বকাউল, ফরিদপুর
টাইফয়েড জ্বরের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় ফরিদপুরে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় জেলার ১ থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাংবাদিক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সভায় টাইফয়েড জ্বর, এর ভয়াবহতা এবং শিশুদের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
ফরিদপুর জেলার ৯টি উপজেলায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করবে স্বাস্থ্য বিভাগ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সভার সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সময়মতো টিকা দেওয়া হলে এই রোগ থেকে শিশুদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হওয়া জরুরি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.