গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা উপজেলা প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক ও মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া সহ অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।