সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
“আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, তথ্য আপা প্রকল্পের প্রতিনিধি সিরাজুম মুনিরা, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কন্যা শিশুদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হলে সবার আগে চাই তাদের সুরক্ষা, শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং বাল্যবিবাহ প্রতিরোধ। কন্যা শিশুরা সমাজ ও দেশের উন্নয়নের অন্যতম অংশীদার, তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার পাঁচটি নারী সমিতিকে ২২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।