গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ‘শিশু, কিশোর—কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় মিডিয়া কর্মীদের অংশগ্রহনে টাইফয়েড ভ্যকসিনেশন বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলনকক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, অতিরিক্ত জিয়াউল হক, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান।
ওয়ার্কশপে সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক জানান, আগামী ১২ অক্টোবর থেকে জেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে। প্রথম ১০ কার্যদিবস বিভিন্ন স্কুলে এবং এর পরের ৮ কর্মদিবসে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম চলবে। ৯ মাস থেকে ১৫ বৎসর পর্যন্ত শিশু—কিশোরদেকে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। নবম শ্রেণীতে পড়ুয়া কিশোর—কিশোরীদের বয়স ১৫ বছর অতিক্রান্ত হলেও তারা এ কার্যক্রমের আওতায় আসবে। জেলায় মোট টার্গেট রয়েছে ৩ লক্ষ ৪৩ হাজার ৭৩ জন শিশু—কিশোর। এ ভ্যাকসিনেশনের জন্য ইতিমধ্যে ৩৭% শিশু—কিশোরদের রেজিস্ট্রেশন হয়েছে। তাই শতভাগ রেজিস্ট্রেশনের জন্য তিনি জেলার সকল অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন।