আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ)
ময়মনসিংহের ধোবাউড়ায় বোরো মৌসুমকে সামনে রেখে কৃষকদের উন্নত জাতের ধান চাষে আগ্রহী করে তুলতে অনুষ্ঠিত হয়েছে “বীজ ব্যবসায়ী কর্মশালা ২০২৫-২৬”। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে এসিআই সীড।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন রায়হান জামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই সীড ডিলার আলহাজ্ব জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন এসিআই সীডের জোনাল সেলস ম্যানেজার আলোক চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সেলস এক্সিকিউটিভ মো. হামিদুর রহমান ও ডিলার মো. আবুল কালাম।
কর্মশালায় উপজেলার প্রায় ৫০ জন বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। আলোচনায় অতিথিরা এসিআই সীডের নতুন জাত ‘বন্ধু’, ‘আপন’ ও ‘ছক্কা’ ধানের উচ্চ ফলনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাজারে চাহিদা—এ সকল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তারা বলেন, এসব জাতের ধান কৃষকদের জন্য অধিক লাভজনক হতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.