হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে সীমান্তের পুটখালি উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম, পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে রাস্তার পাশ থেকে মনিরুজ্জামানকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিস, যশোরে জমা দেওয়া হয়েছে এবং আটক মনিরুজ্জামানকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।