কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বানা খালে মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে অস্থায়ী বাঁধ নির্মাণ করায় মাহফুজার শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় ঘোষণা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান।
তিনি জানান, “মৎস্য সম্পদ রক্ষায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কেউই প্রাকৃতিক জলাশয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ ধরতে পারবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রজনন মৌসুমে মাছের উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।” তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। তিনি বলেন, “বানা খালসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে কেউ যাতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ আহরণ করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি চলছে। মাছের প্রজনন ও বংশ বিস্তারের জন্য এসব প্রাকৃতিক জলাশয় রক্ষা করা জরুরি।”
উল্লেখ্য, ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৫(১) ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাশয়ে অবৈধ বাঁধ নির্মাণ, নিষিদ্ধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।