নাইম উদ্দিন আকন, পিরোজপুর
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল কোর্টের অভিযানে ২ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ ইলিশ ধরার জাল এবং ৬টি চরঘেরা জাল আটক করে তা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান,“মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখতে এবং মাছের প্রজনন নিশ্চিত করতে নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। এই সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণ ও জেলেদের এ বিষয়ে সচেতন হতে এবং আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.