ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) দুপুরে তিনি সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছে মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্ত পরিদর্শন করেন।
সকাল ১০টায় পরিদর্শনে পৌঁছানোর কথা থাকলেও আশুগঞ্জে ভয়াবহ যানজটে আটকে পড়ে তিনি প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছান। পরে বাধ্য হয়ে মোটরসাইকেলে সরাইল বিশ্বরোড মোড়ে যান উপদেষ্টা ফাওজুল কবির খান।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, "বিভিন্ন কারণে প্রকল্পের কাজ ধীরগতিতে চলছিল, যার একটি প্রধান কারণ অর্থের জটিলতা। আমরা ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ১৬৪ কোটি টাকা প্রদান করেছি। এখন দ্রুতগতিতে কাজ চলছে এবং শিগগিরই উন্নয়ন কাজ শেষ হবে।"
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.