এস আই মল্লিক(ঝিনাইদহ)
ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে অটো ভ্যান (ইঞ্জিন চালিত) ভাড়ায় যেতে না চাওয়াই চালক বাবা ও তার ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর মোল্লা (৫৫) ও তার ছেলে ইজাজুল মোল্লা (২২) কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে। তবে এ ঘটনায় অভিযুক্ত পাশ^বর্তি ঘোড়ামারা গ্রামের শিমুল হোসেন (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত জাহাঙ্গীর মোল্লার ছোট ভাই ইকবাল মোল্লা জানান, রাতে গোপালপাড়া বাজারের পানামী সড়কের মাথায় অটো ভ্যান নিয়ে দাড়িয়ে ছিল জাহাঙ্গীর মোল্লা। সেসময় শিমুল হোসেন অটোতে কোন একটি জায়গা যেতে চাই। কিন্তু এতে রাজি না হওয়াই তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে শিমুল তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর মোল্লাকে কুপিয়ে জখম করে। তখন পিতাকে বাচাতে এলে ছেলে ইজাজুলকেও সে কুপিয়ে আহত করে। তখন অন্যরা ছুটে এলে অস্ত্রধারী শিমুল পালিয়ে যায়। সেসময় গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার রুলতানা মেফতাহুল জান্নাত বলেন, পিতা ও পুত্র দু’জনের শরীরেই ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। এরমধ্যে ছেলে ইজাজুলের অবস্থা আশংকাজনক। তার ঘাড়ের রগ কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জাহাঙ্গীর মোল্লার স্ত্রী বেলী খাতুন বলেন, আমি বাড়িতেই ছিলাম। বাজার থেকে খবর আসে আমার স্বামীকে কুপিয়ে আহত করা হয়েছে। আমাদের ঝালমুড়ি বিক্রির ব্যবসা করি। তখন ঝালমুড়ি বিক্রি করা অবস্থায় দোকান থেকে ছেলে এসে তার বাবাকে ঠেকাতে গেলে তাকেও কোপানো হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত শিমুলকে আটকের চেষ্টা চলছে।