Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ

দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি

ভাঙ্গন কবলিত  সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার  (৮ অক্টোবর ) সকালে  উপজেলার আলিয়া মাদ্রাসা  ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০০ মিটার পাইপ ভেঙে দেওয়া হয়।

জানা যায়, স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এমন সংবাদে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে কাউকে না পেয়ে বালু বহনকারী বাল্কহেড জব্দ  এবং  উত্তোলনের জন্য স্থাপিত পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো: মোস্তাফিজুর  রহমান  এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বালু উত্তোলনে জড়িতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়েছে।  এছাড়াও

অবৈধভাবে বালু ভরাটকালে পরিত্যক্ত অবস্থা নিম্নলিখিত মালামাল জব্দ  করে রিভার পুলিশ এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মোবাইল কোর্টে  নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।এসময় নৌ পুলিশ ও আনসার  সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।