হাসান শাহরিয়ার পল্লব পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি
“আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যাশিশু দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা হল রুমে এসে শেষ হয়।
পরে মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন , পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার , একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম , উপজেলা মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, পত্নীতলা হাসপাতালের মেডিকেল অফিসার শেখ মোহাম্মদ রাব্বি, দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হক, এস আই এল ইন্টারন্যাশনালের এলাকা ব্যবস্থাপক রিন্টু মার্ডি, আলোহা সোশ্যাল সার্ভিসেস এর সমন্বয়কারী আয়েশা খাতুন প্রমূখ।