সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে ঘেরাও, মানববন্ধন শেষে গণদরখাস্ত প্রদান করেছে ক্ষতিগ্রস্ত শতশত নারী-পুরুষ।
এদিকে, সদর হাসপাতালে দীর্ঘদিন কর্মরত স্বেচ্ছাসেবকদের কাজ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে গত সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে ‘সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে সিভিল অফিস ঘেরাও শেষে মানববন্ধনে বক্তব্য দেন, গণআন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজা এবং জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম প্রমুখ।
এদিকে, সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সদর হাসপাতালের সামনের গেটে শত শত মানুষ গণদরখাস্তে স্বাক্ষর শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রেরণ করেন।
সেখানে তারা দাবি করেন, সিভিল সার্জন আব্দুস সালাম সাতক্ষীরায় অবস্থায় বিভিন্ন সময় নারি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবনের অভিযোগ আছে। সদর হাসপাতালে রোগীরা চিকিৎসা সেবা পায় না।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, লম্পট, নারী লোভী, দুর্নীতিবাজ ও মাদকাসক্ত সিভিল সার্জন আব্দুস সালাম দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, নার্সদের সঙ্গে অশোভন আচরণ করেন, এমনকি নিজের সরকারি কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ করেন।
ডা: আব্দুস সালামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলা হয়, সম্প্রতি তার বিরুদ্ধে মাদক সেবন ও নারী কেলেঙ্কারি অভিযোগে তদন্ত করা হলেও তা ছিল শুধু মাত্র লোক দেখানো। সে সময় তদন্তের দিন তদন্তকারী কর্মকর্তাকে ফেয়ারওয়েল দেওয়া হয় এবং রাজকীয় ভাবে আপ্যায়ন করা হয়। যাহা তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করার সামিল বলে মনে করেন সাতক্ষীরার সচেতন মহল। একই সাথে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি দরবেশ বাবা খ্যাত আশিক নেওয়াজ ওরফে মহব্বত আলীর ও অপসারণের দাবি জানানো হয় ওই মানববন্ধনে। মানববন্ধনের পর টনক নড়ে সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালামের। এঘটনার পর পরই সিভিল সার্জন আব্দুস সালাম ঢাকায় চলে যান এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে ভূল বুঝিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও (মেডিকেল অফিসার) ডাঃ ফয়সাল আহমেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন বলে জানা যায়।
এদিকে, কোনো কারণ ছাড়াই সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন এই দুর্নীতিবাজ সিভিল সার্জেন যা জেলা স্বাস্থ্যসেবার পরিবেশকে আরও অস্থির করে তুলেছে। মানববন্ধনে দ্রুত এই দুর্নীতিবাজ ডা. আব্দুস সালামের অপসারণ দাবি জাননো হয়।
অপরদিকে, গত মঙ্গলবার (৭ অক্টোবার) সাতক্ষীরা সিভিল অফিসে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকরা সিভিল সার্জন আব্দুস সালামের অপসারণ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালণ করেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ করেন। সাতক্ষীরাবাসি অভিযোগ করেছেন, সাতক্ষীরা সদর হাসপাতালকে অকার্যকর করতে বিনা অপরাধে সদর হাসপাতালের আরএমও ডাঃ ফয়সাল আহমেদকে মেহেরপুরে বদলি করা হয়। সিভিল স্যান্ডেল আব্দুস সালেক এই অপকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিভিল সার্জন আব্দুস সালাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, যেহেতু প্রকল্প বন্ধ হয় নেই, সেহেতু কারও চাকরি যায়নি। আমি যা করেছি সেটা ডিসি সাহেবের (জেলা প্রশাসক) নির্দেশে করেছি। সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে এ বিষয়ে কথা যোগাযোগ করা সম্ভব হয়নি।