Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় সুপারি বাগান থেকে বৃদ্ধ পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
অক্টোবর ৮, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)


সাতক্ষীরার তালা উপজেলার সুজনসাহা বাজারসংলগ্ন একটি সুপারি বাগান থেকে বৈদ্যনাথ (৮০) নামের এক প্রবীণ পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যনাথ গত মঙ্গলবার সন্ধ্যায় পাট বিক্রির পাওনা টাকা আনতে পার্শ্ববর্তী গ্রামের জনৈক আজিজুর মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। সারারাত খোঁজাখুঁজির পর বুধবার সকালে সুজনসাহা নাথপাড়ার সুব্রত রায়ের সুপারি বাগানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে তালা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (তালা) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনউদ্দিন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।

স্থানীয়দের ধারণা, পাট ব্যবসার অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব অথবা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে পুলিশ এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি নয়।

তালা থানার ওসি মঈনউদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।