বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে রাজনৈতিক নেতাদের ইয়াবা সেবনের ঘটনায় ফের তোলপাড় শুরু হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো অলিউল শরীফের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে জানা গেছে, চাঁদপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও অর্জুন মাঝি গ্রামের মৃত হাসান আলী শরীফের পুত্র মোঃ অলিউল শরীফ ছবিতে দেখা যায়, ফয়েল পেপারের উপর ইয়াবা ট্যাবলেট রেখে নিচ থেকে দিয়াশলাইয়ের আগুন দিয়ে তা গরম করছেন এবং ধোঁয়া গ্রহণ করছেন। এ ছবি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয়দের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, অলিউল শরীফ দীর্ঘদিন ধরেই ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে প্রকাশ্যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না।
এ বিষয়ে চাঁদপাশা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন বলেন, আমি বিষয়টি শুনেছি । দল মাদক সেবন ও মাদক ব্যবসার মতো ঘৃণিত কাজে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না। তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেন, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত অলিউল শরীফের সাথে যোগাযোগ করা হলে, তিনি স্থানীয় এক সাংবাদিকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। পরে তিনি ব্যস্ত আছি বলে লাইনটি কেটে দেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোন আপোষ নেই, এ দলীয় পদ পদবী কিংবা সমাজের বিত্তবান কেউ হোক, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.