জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম ও উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল।
অন্যান্যের মধ্যে কল্যাণী সরকারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, কন্যা শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাথী খাতুন এবং গীতা পাঠ করেন বিথীকা রানী মন্ডল।