ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় সোনাগাজী মডেল থানার ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার বিকালে তাদের ফেনী পুলিশ লাইনে পাঠানো হয়।
ঘটনায় জড়িত পুলিশ সদস্যরা হলেন—এসআই মোফাজ্জল হোসেন, এএসআই সাইদুর রহমান, কনস্টেবল আইনুল ইসলাম, মাহবুব আলম, হৃদয় হাসান ও কাঞ্চন নাথ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহমদপুর গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে আসামির স্বজনরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য পিটিয়ে তাদের কাছ থেকে একটি শর্টগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
ঘটনার পর ডিবি পুলিশসহ অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রিপন, শামীমা ইয়াসমিন সুইটি ও ছকিনা খাতুনসহ তিন জনকে গ্রেফতার করে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় লুট করা অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই সাইদুর রহমান বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।