কুষ্টিয়া প্রতিনিধি
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর হলরুমে জামায়াতের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার ছয় উপজেলা থেকে প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মী এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া সদর-৩ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, দৌলতপুর উপজেলা আমীর ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল উদ্দীন এবং কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের প্রার্থী আফজাল হুসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ রফিক আহমেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু।
অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের সম্পাদক ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।
সভায় বক্তারা নির্বাচনে প্রাতিষ্ঠানিক ভোটদান পদ্ধতি (পিআর ব্যবস্থা) চালু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, পিআর ব্যবস্থা চালু হলে ভোটারদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে, সংখ্যালঘু ও নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।