ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
“আমি কণ্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি পালিত হয়। র্যালিটি আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আবারো একই চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
তিনি তার বক্তব্যে বলেন, কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে হবে। তাদের প্রতি যেকোনো ধরনের বৈষম্য ও সহিংসতা রোধ করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, কন্যাশিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যথাযথ বিকাশ ও ক্ষমতায়নের মাধ্যমে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।