সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে
নবগঠিত আহবায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন, বিদায়ী কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবগঠিত আহবায়ক কমিটির অহবায়ক প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক ও একুশে টিভির সাতক্ষীরা প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনি’র কাছে প্রেসক্লাবের দায়িত্ব বুঝে দেন বিদায়ী সভাপতি দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আব্দুল বারী।
প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ নতুন আহবায়ক কমিটিকে স্বাগত জানান।
তিনি আহবায়ক কমিটির দায়িত্বকালিন সময়ে সাতক্ষীরা প্রেসক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের সকল গঠনমূলক কাজে আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এসময় নব গঠিত অহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আহবায়ক জি,এম মনিরুল ইসলাম মিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আগামী ৪৫ দিনের মধ্যে একটি সকলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এজন্য তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবকে আরো গতিশীল করতে সহযোগিতার অহবান জনান।