ঢাকার ক্লাবভিত্তিক সব খেলার আয়োজকের ভূমিকা পালন করে থাকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। আগামী ২০২৫–২৬ মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার অনুযায়ী লিগগুলো যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে তারা। মূলত বিসিবি নির্বাচন স্থগিত না করায় আজ বুধবার সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার বেশ কিছু ক্লাব।
তবে সিসিডিএম জানিয়েছে, তাদের আওতাভুক্ত প্রতিটি প্রতিযোগিতা সঠিক সময়ে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এসব প্রতিযোগিতার মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।
সংস্থাটি নিশ্চিত করেছে, খেলোয়াড়দের এবং সংশ্লিষ্ট সবার জন্য একটি সুশৃঙ্খল, প্রতিযোগিতামূলক ও নিরাপদ ক্রিকেট মৌসুম নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ এক বিবৃতিতে সিসিডিএম আরও জানিয়েছে, অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বার্থ এবং কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই নীতির সঙ্গে একমত হয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
খেলোয়াড়দের ভবিষ্যৎ ও তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য প্রতিটি লিগ ও টুর্নামেন্ট সময়মতো আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে সিসিডিএম। ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.