সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
খ্যাতিমান আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমের গ্রেফতারের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ঐতিহ্যবাহী সংগঠন ‘কলমের সৈনিক সংসদ’ এই মানববন্ধনের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্যকার ও গবেষক কবি সালাহুদ্দীন আহমেদ মিল্টন। সঞ্চালনা করেন কবি মতিউর রহমান।
এ সময় বক্তৃতা করেন বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক মো. নিজাম উদ্দিন, প্রেস ক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বসুর ধূলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কবি মো. শহীদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল শিকদার, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ও ইব্রাহিম সরদার শাকিল প্রমুখ।
বক্তারা অবিলম্বে ড. শহিদুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং মানবাধিকারের প্রতি ইসরায়েলের দমননীতির তীব্র নিন্দা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.