আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লিজ নেওয়া পুকুর থেকে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোয়ালমারী উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের মোঃ বাবলু কাজী (৫৩) বৃহস্পতিবার (৯ অক্টোবর) আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবলু কাজীর ছেলে রবিন কাজী চলতি বছরের ১৪ মার্চ আলফাডাঙ্গা উপজেলার বিলপুটিয়া গ্রামের এসতেন মোল্যার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ৩১টি পুকুর দুই বছরের জন্য ২৪ হাজার টাকায় স্ট্যাম্প চুক্তির মাধ্যমে লিজ নেন। এরপর তারা সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ওই গ্রামের মৃত আব্দুল জলিল মোল্যার ছেলে মোঃ কামাল হোসেন (৪০)সহ অজ্ঞাতনামা আরও ১০–১৫ জন ব্যক্তি পরিকল্পিতভাবে ওই লিজকৃত পুকুরে জাল ফেলে প্রায় চার লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনা জানতে পেরে বাবলু কাজী বিবাদীর বাড়িতে বিষয়টি জানতে চাইলে তাকে গালাগালি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আগামী শুক্রবার উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে যাচাই-বাছাই ও নিদর্শন গ্রহণের জন্য।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ কামাল হোসেন বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কারও পুকুর থেকে মাছ ধরি নাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.