বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল। এর অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) উপজেলার দেহেরগতি ইউনিয়নে ব্যাপক জনসংযোগ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে।”
কর্মসূচি শেষে এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক ভিপি জুয়েল, মাহমুদুল হাসান লিমন, আমিনুল ইসলাম উজ্জ্বল, রিয়াজ শরীফ, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস, সদস্য সচিব মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, মো. রাসেল মোল্লা, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইসমাইল হোসেন সরোয়ার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদল নেতা ফারুক হোসেন মোল্লা, মো. আমির হোসেন, মো. ফিরোজ, মো. রাশেদ, মো. লিটন খান, জসিম উদ্দিন, কামাল হাওলাদার, মো. লিটন মোল্লা, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ কাউসার হোসেন, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন, সদস্য মো. রাজিব,
চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।